ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২১:৫৮:০৫
শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

ডুয়া নিউজ : শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এবার শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার।

আজ ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র নাম পরিবর্তন করে "ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি" রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ১০৮ তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এর স্থাপনের অনুমোদন দেয় সরকার। সেই সময় বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়।

এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে