ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ইতিহাস

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২১:০৬:০৮
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ইতিহাস

ডুয়া নিউজ : তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করে বাজুস।

উল্লেখ্য, চলতি বছর স্বর্ণের দাম ৮ বার সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি পায় এবং ২৭ বার কমানো হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে