ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে ১৯ বছরের রেকর্ড ভেঙে জাকের-হৃদয়ের নতুন ইতিহাস

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২০:১৭:২৪
চ্যাম্পিয়নস ট্রফিতে ১৯ বছরের রেকর্ড ভেঙে জাকের-হৃদয়ের নতুন ইতিহাস

ডুয়া ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ভারতের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের কবল থেকে উদ্ধার করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন এই দুই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে জাকের ও হৃদয়। এতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারও।

এর আগে, ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার। এদিকে, ১৫০ রানের বেশি জুটিতে আরও একটি রেকর্ড গড়েছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। ভারতের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটি যেকোনো দলের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার। তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি।

তবে অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান হৃদয়। এইদিন পায়ে আঘাত পাওয়ায় তিনি দৌড়ে রান নিতে পারছিলেন না। তবুও ১১৩ বলে ফিফটি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। তার সেঞ্চুরির সাহায্যে বাংলাদেশ ২২৮ রানের লড়াকু পুঁজি পায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে