ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা রয়েছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৯:৪৪:২০
বাংলাদেশে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা রয়েছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের

ডুয়া ডেস্ক : গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে প্রথমবার পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে ভিড়ে। সে সময় উদ্বেগ জানিয়েছিল ভারতের সেনাবাহিনী। এবার বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার।

শিলিগুঁড়ি করিডর ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত; যেটি ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ভারতের সেনাপ্রধান।

সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না? জবাবে উপেন্দ্র বলেন, “আমি একটি আলাদা দেশের (পাকিস্তান) ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব।”

ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, “বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার।”

উপেন্দ্র দ্বিবেদী বলেন, “ওই (বাংলাদেশের) মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে।“

অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি। তবে সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, “যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।”

“কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান-প্রদান করতে পারি। আর আমরা এটিই করছি,” যোগ করেন তিনি।

এছাড়া কাশ্মির নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, “পাকিস্তান কাশ্মির নিয়ে সবসসময় পড়ে থাকবে এবং কাশ্মির যে ভারতের অংশ তা মানবে না।”

এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষই ছড়াবে বলে দাবি সেনাপ্রধানের।

সূত্র: এএনআই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে