ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মেট্রোরেলের নতুন এমডি ফারুক আহমেদ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৭:২৬:৪১
মেট্রোরেলের নতুন এমডি ফারুক আহমেদ

ডুয়া ডেস্ক : রাজধানীর দ্রুতগতির যানবাহন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ফারুক আহমেদ।

কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছ থেকে তিনি বুধবার দায়িত্ব বুঝে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ফারুক আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী। তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া, হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছর কাজ করেছেন। এর মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফারুক আহমেদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯০ সালে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অব ম্যাকাও থেকে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস্ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে