ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে ‘বি’ গ্রুপের শেয়ারে জোয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৭:২৫:০০
শেয়ারবাজারে ‘বি’ গ্রুপের শেয়ারে জোয়ার

ডুয়া ডেস্ক : কিছুদিন আগেও শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপের শেয়ারের রাজস্ব দেখা গেছে। তবে চলতি সপ্তাহে অবস্থান পরিবর্তন হয়েছে। চলতি সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের রাজস্ব পরিলক্ষিত হচ্ছে। ‘বি’ গ্রুপের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ বেড়ে যাওয়ায় এমন দৃশ্য দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা শেয়ারগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ গ্রুপের।

শুধু তাই নয়, কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের ফলে লেনদেনের শেষ দিকে শেয়ারগুলোর দাম দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, যা হল্টেড অবস্থার সৃষ্টি করে। অর্থাৎ শেয়ার বিক্রির জন্য পর্যাপ্ত বিক্রেতা না থাকায় কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ হয়ে যায়। ডিএসই সূত্রে এই জানা গেছে।

আজ দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির শেয়ার হলো- ফু ওয়াং ফুডস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং, ফু ওয়াং সিরামিক, ইন্দো বাংলা ফার্মা, দেশবন্ধু পলিমার এবং দ্য ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এরমধ্যে ‘বি’ ক্যাটাগরির ৮ কোম্পানি হলো- ফু ওয়াং ফুডস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং, ফু ওয়াং সিরামিক এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ফু ওয়াং ফুডসের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৯ দশমিক ৮৪ শতাংশ, বিডি থাই ফুডের ৯ দশমিক ৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯ দশমিক ৭০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৫৯ শতাংশ, ফু ওয়াং সিরামিকের ৭ দশমিক ৩০ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি আগের কর্মদিবস বুধবারও দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান দখল করেছিল। কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ছিল- শাইনপুকুর সিরামিকস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আগের কর্মদিবসে শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বেড়েছিল ৯ দশমিক ৮৪ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৩৭ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের ৫ দশমিক ১৭ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে