ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে প্রবেশ পাস সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৭:১২:১৮
সচিবালয়ে প্রবেশ পাস সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন

ডুয়া ডেস্ক : সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, বেসরকারি ব্যক্তিদের জন্য অস্থায়ী পাসের মেয়াদ সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর করা হচ্ছে। পাশাপাশি ২-১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করা যাবে।

সম্প্রতি সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ এ এসব তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

নীতিমালায় অনুযায়ী- অস্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে ৩ মাস হতে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত প্রদত্ত প্রবেশ পাসকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে বেসরকারি ব্যক্তিদের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর। এছাড়া স্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে ২ থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত সচিবালয়ের অভ্যন্তরে যানবাহন প্রবেশের জন্য ব্যবহৃত স্টিকার বেসরকারি ব্যক্তির যানবাহনের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তার যানবাহনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ইস্যু করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যুগ্মসচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তাগণের গাড়ির স্টিকারের রং- সবুজ, উপসচিবগণের গাড়ির স্টিকারের রং- হলুদ এবং বেসরকারি ব্যক্তিবর্গের গাড়ির স্টিকারের রং- নীল হবে। অপরদিকে ‘অস্থায়ী স্টিকারে’র ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত লাল রং এর প্রদত্ত স্টিকার দেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে