ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র মোমবাতি প্রজ্বলন

২০২৪ ডিসেম্বর ১৪ ২০:১৪:৩১
বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র মোমবাতি প্রজ্বলন

ডুয়া নিউজ: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে।

সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশবিদ্যালয় শহীদ স্মৃতিফলকে (স্মৃতি চিরন্তন) ও জগন্নাথ হলে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী। আরও উপস্থিত ছিলেন ডুয়া’র জীবন সদস্য অধ্যাপক জাকির হোসেন জামাল, এফ এম জামাল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী যখন দেখেছে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা দেশের সূর্য সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালায় কিন্তু এত কিছু করেও তাদের পরাজিত হতে হয়।

বক্তারা বলেন, ১৯৭১ সালের গণমানুষের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ২৪ সালের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। যাতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে