ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শনিবার

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৫:৫২:৫৫
ঢাবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শনিবার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘প্রোডাক্টিভ রমাদান’ এর উপর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিম্পোজিয়াম। ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন-এর আয়োজনে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসোসিয়েশন জানায়, সিম্পোজিয়ামে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও দ্য ইসলামিক সেমিনারি অব আমেরিকার ডিন শায়েখ ড. ইয়াসির ক্বাদি। সিম্পোজিয়ামের সভাপতিত্বে থাকবেন এসোসিয়েশন-এর উপদেষ্টা এসএম ফরহাদ।

এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। মোট তিনটি পর্বে বিভক্ত সিম্পোজিয়ামের প্রথম পর্বে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা উপস্থাপিত হবে। দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর এবং তৃতীয় পর্বে প্রোডাক্টিভ রমাদান এর উপর আলোচনা রাখবেন।

সিম্পোজিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাস্থ ১১ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০০০ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। একই সাথে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষানুরাগী ব্যবসায়ী এই সিম্পোজিয়ামে উপস্থিত থাকবেন।

এ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশীদ জামিল বলেন, ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন শিক্ষার্থীদের আধ্যাত্মিত ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে একটি সুন্দর পরিশীলিত ক্যাম্পাস বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে অনুষ্ঠিতব্য সিম্পোজিয়াম শিক্ষার্থীদের পবিত্র রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ ও কার্যকর উপায়ে রমাদান মাসকে ব্যবহার করার কৌশল সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনা প্রদান করবে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ আত্মিক পরিশুদ্ধি অর্জনে একটা গাইডলাইন পাবে। আশাকরি আমাদের আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইলফলক হয়ে থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে