ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ট্রাম্প, সমালোচনায় ইউরোপ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৪:৩৭:৩৭
জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ট্রাম্প, সমালোচনায় ইউরোপ

ডুয়া ডেস্ক: সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না এবং ইউরোপের কোনো দেশকে ডাকাও হয়নি। এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রচারিত ভুল তথ্যের সাথে সঙ্গতি রেখে কাজ করছেন। তিনি বলেন, ট্রাম্প এমন একটি বিভ্রান্তিকর অবস্থানে আছেন। তিনি সত্য উপলব্ধি করতে পারছেন না।

এদিকে জেলেনস্কির মন্তব্যের পর ট্রাম্প তাকে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, "নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে তার আর কোনো দেশ থাকবে না।"

এই মন্তব্যের পর ইউরোপের নেতারা যেমন- জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ট্রাম্পের সমালোচনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এদিকে মার্কিন দূত কিথ কেলগ ইউক্রেন সফর করেছেন এবং জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া ইউক্রেনের সেনাপ্রধানদের সাথে আলোচনা করেছেন।

ট্রাম্পের মন্তব্যের পরে তিনি জেলেনস্কির সমালোচনায় বলেন, "জেলেনস্কি একমাত্র যা ভালো করতে পারেন তা হলো জো বাইডেনের সুরে সুর মিলানো।" তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেনের জনমত সমীক্ষায় জেলেনস্কির জনপ্রিয়তা কমছে এবং দেশ ধ্বংসের পথে চলছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "বিশ্বের সামনে একটাই বিকল্প রয়েছে। পুতিনের সঙ্গে থাকতে হবে অথবা শান্তির পক্ষে দাঁড়াতে হবে।"

ইউরোপীয় নেতারা এই বিতর্কের প্রেক্ষিতে বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করা ভুল এবং ভয়ংকর কাজ। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের জনগণ শুধু তাদের স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষা করার জন্য নয় বরং একটি নিরাপদ এবং আইনগত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যুদ্ধ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে