ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধীর ২১৩ সদস্যের কমিটির মধ্যে ১৭০ জনের পদত্যাগ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৪:২২:২৫
বৈষম্যবিরোধীর ২১৩ সদস্যের কমিটির মধ্যে ১৭০ জনের পদত্যাগ

ডুয়া ডেস্ক: চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৩ সদস্যের কমিটির ১৭০ জন সদস্য পদত্যাগ করেছেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর প্রেস ক্লাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান।

শিক্ষার্থীরা বলেন, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সাথে আলোচনা না করেই এই কমিটি গঠন করা হয়েছে। এ কারণে অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

গত ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। এছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ২৩ জনকে এই পদে রাখা হয়। অন্যান্য পদে বিভিন্ন সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে