ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৪০৮ আরোহী নিয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৩:৪৩:২৫
৪০৮ আরোহী নিয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে

ডুয়া ডেস্ক: বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে দুবাই যাচ্ছিল বিমানটি। এতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ফ্লাইটটি মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটটি ১৯ ফেব্রুয়ারি রাতের দিকে প্রযুক্তিগত সমস্যার কারণে ডাইভার্ট করা হয়।

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অন্য একটি ফ্লাইটে তুলে দেওয়া হবে। বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেন, ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে বাধ্য হয়ে অবতরণ করেছে এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে