ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৬ লাখ কোটি ডলার পাবে বাংলাদেশ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১২:২২:৩২
৬ লাখ কোটি ডলার পাবে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ৭,৮০০ কোটি ডলার বিদেশি ঋণ দেওয়া হয়েছে আর ২০২৩ সালে ৪৭৭ কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে দেশটি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ঋণের বোঝা বহন করছে। তবে একই সঙ্গে উন্নত বিশ্বের কাছে অর্থ দাবি করার অধিকার অর্জন করেছে। জলবায়ু দূষণকারী এবং ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের মোট পাওনা দাঁড়িয়েছে ৫.৮ ট্রিলিয়ন বা ৫,৮০০ কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

২০২৪ সালে ৫৪টি নিম্ন আয়ের দেশ ঋণের বোঝায় চাপা পড়েছে। এসব দেশ গত বছরে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। যার ফলে তাদের জাতীয় উন্নয়ন অনেকটা ব্যাহত হয়েছে। একদিকে জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে ধনী দেশগুলোর কাছে ১০৭ ট্রিলিয়ন ডলার পাওনা রয়েছে। যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মোট বিদেশি ঋণের পরিমাণের প্রায় ৭০ গুণ।

বাংলাদেশ ২০২৩ সালে ৪৭৭ কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। ২০০৪ সালের তথ্য অনুযায়ী, দেশের জাতীয় রাজস্বের ১৬.৯ শতাংশ বিদেশি ঋণ পরিশোধে ব্যয় হয়েছে যেখানে স্বাস্থ্য খাতে মাত্র ৩.০৮ শতাংশ এবং শিক্ষা খাতে ১১.৭৩ শতাংশ ব্যয় হয়েছে। এর ফলে বিদেশি ঋণ পরিশোধের কারণে বাংলাদেশ তার জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে।

অ্যাকশনএইডের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ নিম্ন-মধ্য আয়ের দেশগুলোর জন্য ঋণসংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য বৈশ্বিক ন্যায়বিচারের দিকে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংস্থাটি বিশেষত জাতিসংঘের মাধ্যমে নতুন ঋণ কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ পাওয়ার দাবি করছে।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, "এ প্রতিবেদনটি ঋণগ্রস্ত নিম্ন আয়ের দেশগুলোর সংকট এবং ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশকে ঋণসংকট থেকে মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানানো হয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে