ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান, তীব্র নিন্দা ও প্রতিবাদ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১১:৫৯:২২
রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান, তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডুয়া ডেস্ক: বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানালেও বাংলাদেশ সমতা পার্টি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ২০ ফেব্রুয়ারি সংগঠনটির আহ্বায়ক হানিফ বাংলাদেশি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এর অভিভাবক হলেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত বৈধ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদটি শুধু শাসন নয়, একটি অলংকারও এবং এই পদকে অপমান করা মানে রাষ্ট্রকে অবমাননা করা। যেসব ব্যক্তি রাষ্ট্রপতি সম্পর্কে ষড়যন্ত্র করছেন তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বাংলাদেশ সমতা পার্টি সব সময় এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকবে।

এছাড়া জুলাই আন্দোলনে ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হয়েছেন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। যারা ছাত্র জনতা হত্যায় জড়িত তাদের দেশের প্রচলিত আইনে শাস্তি দেওয়া দাবি জানানো হয়।

এর আগে বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতিকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানায়। তাদের মতে জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যা চলাকালে নীরবতা’ পালন করার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে এই আহ্বান করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে