ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

২০২৫ ফেব্রুয়ারি ২০ ০৯:৪৯:৩৭
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

ডুয়া নিউজ: মোহাম্মদপুরের বছিলা এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বছিলা ৪০ ফিট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এর ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে যৌথ বাহিনীও পাল্টা জবাব দেয়। গোলাগুলির এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে