ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২২:৪১:৪৮
মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

ডুয়া নিউজ : মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা ভাষায় দেওয়া এই বার্তায় রাষ্ট্রদূত বলেন, "মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষার সুরক্ষা ও উন্নতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।"

প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান শিগগিরই বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে