ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৬ লাখ

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২১:৩৭:৪২
ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৬ লাখ

ডুয়া নিউজ : চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৬ লাখের বেশি ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হালনাগাদ অনুযায়ী, ভোটার তালিকায় নতুন করে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য যোগ করা হবে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার প্রতিবেদনে সই করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া মারা যাওয়ার কারণে ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে ইসি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে