ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ঢাবির ২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো সফটেক্স স্যুয়েটার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২০:৪৭:৫৭
ঢাবির ২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো সফটেক্স স্যুয়েটার

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ২৫ শিক্ষার্থীর বৃত্তি বাবদ ৭ লক্ষ টাকার চেক প্রদান করেছে সফটেক্স স্যুয়েটার ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজওয়ান সেলিম বৃত্তির এই চেক হস্তান্তর করেন।

সফটেক্স স্যুয়েটার ইন্ডাস্ট্রিজ ৮ বছরের জন্য ২৫ জন শিক্ষার্থীর বৃত্তি প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে ২০১৮ হতে ২০২১ সাল পর্যন্ত ৪ বছরের জন্য ৩০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করছে।

পূর্বের ন্যায় 8 বছর ২৫ জন শিক্ষার্থীর বৃত্তি বাবদ প্রথম দুই বছরের (২০২৩ এবং ২০২৪ সাল) বৃত্তির টাকা প্রদান করেছে সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজ। চলতি ২০২৫ সালে তৃতীয় বছরের জন্য ৭ লক্ষ টাকা বৃত্তির চেক দিলো প্রতিষ্ঠানটি।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচিতে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য সফটেক্স স্যুয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজওয়ান সেলিমকে ধন্যবাদ জানান এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালিত শিক্ষাবৃত্তি কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষাবৃত্তির আওতায় ৪ বছরের (২০২৩-২০২৬ সাল) জন্য চূড়ান্ত করে। প্রতিজন শিক্ষার্থীর বাৎসরিক বৃত্তির পরিমাণ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে