ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখে ৭ যাত্রীকে হত্যা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:২৪:৫৮
বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখে ৭ যাত্রীকে হত্যা

ডুয়া নিউজ : দীর্ঘকাল ধরেই জঙ্গী ও অজ্ঞাত হামলার শিকার হয়ে আসছে পাকিস্তান। এবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসের অন্তত সাত যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাস থেকে নামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা অর্জনের জন্য বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা গত কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে। ভৌগোলিকভাবে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের সীমান্ত ইরানের সিস্তান-বালুচিস্তান এবং আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ ও কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত।

বেলুচিস্তানের খনিজ সম্পদ একচেটিয়াভাবে উত্তোলন ও শোষণের অভিযোগে দীর্ঘ সময় ধরে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে বেলুচ জনগণ। সম্প্রতি বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, চীনা অবকাঠামো প্রকল্প এবং পাঞ্জাব প্রদেশের শ্রমিকদের ওপর হামলার ঘটনা অনেক বেড়েছে।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, “প্রায় ৪০ জন পুরুষের একটি দল বেলুচিস্তানের বরখান জেলার মহাসড়কে একাধিক বাস ও যানবাহন আটক করেছিল। পরে একটি বাস থেকে সাতজন যাত্রীকে নামিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন তারা। এরপর ওই সাত যাত্রীকে গুলি চালিয়ে হত্যা করেন বন্দুকধারীরা।”

তিনি বলেন, “নিহত সাতজনের প্রত্যেকেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পাঞ্জাবের ফয়সালাবাদের বাসিন্দা এক নারী ভিডিও বার্তায় বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা আমার বড় ভাইয়ের পরিচয়পত্র পরীক্ষার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। কিন্তু তারা আমাদের সঙ্গে কিছু করেনি।”

বাস থেকে যাত্রীদের নামিয়ে হত্যার এই ঘটনায় কোনো গোষ্ঠীই এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি। এছাড়া বাসযাত্রীদের হত্যার উদ্দেশ্যও স্পষ্ট নয়। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকা বর্তমানে নিরাপত্তা বাহিনী দ্বারা ঘেরাও করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে গেছে।

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “বন্দুকধারীদের বিচারের আওতায় আনা হবে। যারা নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করে তাদের চড়া মূল্য দিতে হবে।”

এর আগে, গত বছরের আগস্ট মাসে বেলুচিস্তানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময়ও পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে অন্তত ২৩ বাসযাত্রীকে হত্যা করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে