ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হৃদয় খানের হ্যাটট্রিক ডিভোর্স, যা বললেন গায়ক

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:৫৬:১৪
হৃদয় খানের হ্যাটট্রিক ডিভোর্স, যা বললেন গায়ক

ডুয়া ডেস্ক : বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান, তবে তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হয়। বিশেষত, তার বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে! ২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন হৃদয়। কিন্তু সেই সংসারেও ভেঙে পড়ে সম্পর্ক। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর তাঁর সঙ্গে থাকতে চাইলেন না; তার আচরণ ও জীবনযাপনে অসন্তুষ্ট হয়ে তিনি বিচ্ছেদ গ্রহণ করেছেন।

জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।

এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।

এর আগে, ২০১৫ সালের ১ আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের।

বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

এ দুই বিয়ের আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে