ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির, মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:৩২:৫০
পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির, মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান

ডুয়া নিউজ: প্রায় ৮ বছর পর অপেক্ষার অবসান হল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ সূচনা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টসে জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজন করতে পেরেছে পাকিস্তান। করাচি জাতীয় স্টেডিয়ামে দুপুর ৩টায় (বাংলাদেশ সময়) ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই।

ওয়ানডে ফরম্যাটে দুদলের মধ্যে এর আগে হওয়া ১১৮টি ম্যাচের মধ্যে পাকিস্তানের জয় ৬১টিতে, আর নিউজিল্যান্ড জিতেছে ৫৩টিতে। শেষ দুটি ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়েছে। তবে পাকিস্তান যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরাতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, নাথান স্মিথ ও উইলিয়াম ও'রর্কে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে