ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, ৬ দাবি

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:১৮:২৫
কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, ৬ দাবি

ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে বুধবার দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উপাচার্য অবরুদ্ধ অবস্থায় আছেন।

বুধবার ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা স্থগিত করে বেলা সাড়ে ১১টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। তবে, মেডিকেল সেন্টার অবরুদ্ধ থাকায় উপাচার্য ভার্চুয়ালিভাবে সভায় যোগ দেন। এদিন কুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান করছেন এবং কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছে।

এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে ৫ দফা পেশ করে দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয় এবং গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে