ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

২৭ তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জন, সেই মামলার রায় বৃহস্পতিবার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১১:১৯:০৩
২৭ তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জন, সেই মামলার রায় বৃহস্পতিবার

ডুয়া ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে ২৭তম বিসিএস পরীক্ষার ১,১৩৭ জন প্রার্থীকে বাদ দেওয়ার মামলার রায় ঘোষণা করবেন আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) । বুধবার সকালে এই তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ গত ৭ নভেম্বর বাদ পড়া প্রার্থীদের রিভিউ শুনানির জন্য আপিলের অনুমতি দেন।

২০০৫ সালের ২৮ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০০৭ সালের ২১ জানুয়ারি, এই পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

ফলস্বরূপ পিএসসি ২০০৭ সালের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরে একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের নিয়োগ দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে