ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পিএসসিতে নতুন ৭ সদস্য নিয়োগ

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১০:৪১:১২
পিএসসিতে নতুন ৭ সদস্য নিয়োগ

ডুয়া ডেস্ক: সরকার সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এ আরও সাতজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ফলে কমিশনের সদস্য সংখ্যা এখন ১৫ জনে দাঁড়িয়েছে। এই নিয়োগ আগামী পাঁচ বছরের জন্য।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই সাতজন সদস্যকে নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যরা হলেন:

* অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (ঢাকা বিশ্ববিদ্যালয়)

* শাব্বির আহমদ চৌধুরী (অবসরপ্রাপ্ত পররাষ্ট্র ক্যাডার)

* মো. মুনির হোসেন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)

* অধ্যাপক শাহনাজ সরকার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

* অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন (বিসিএস স্বাস্থ্য ক্যাডার)

* অধ্যাপক মো. শরীফ হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়)

* ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম

এদিকে ডা. এ টি এম ফরিদ উদ্দীনকে অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা-সরকারি, বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২ জানুয়ারি আরও ছয়জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছিল। যাদের মধ্যে ছিলেন শাব্বির আহমেদ চৌধুরী, মো. মুনির হোসেন ও অধ্যাপক ড. শাহনাজ সরকার। তাদের নিয়োগের পর কিছু বিতর্ক সৃষ্টি হওয়ায় এবং চাকরিপ্রার্থীদের আপত্তির কারণে ১৩ জানুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে