ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুয়েটের ঘটনায় ৫ দাবি নিয়ে নতুন কর্মসূচি দিলো শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ০৯:৫৩:৫১
কুয়েটের ঘটনায় ৫ দাবি নিয়ে নতুন কর্মসূচি দিলো শিক্ষার্থীরা

ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আল্টিমেটাম দিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে কুয়েটের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগ করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

২. হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং তাদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এমন আদেশ জারি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাদের আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে।

৪. আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে।

৫. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত সব খরচ কুয়েট প্রশাসনকে বহন করতে হবে।

মঙ্গলবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব দাবি জানান।

জানা যায়, সম্প্রতি কুয়েটে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। সোমবার তারা ক্যাম্পাস এলাকায় লিফলেট বিতরণ করে। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। একপর্যায়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৩০ জন আহত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জাহিদুর রহমান জানান, তাদের ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং আহত শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জনের বেশি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন জানান, ছাত্রদলের কর্মীরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা কুয়েটের সদস্যসচিব জাহিদকে রামদা দিয়ে কোপ দিয়েছে এবং জেলার আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিবকে মারধর করেছে।

অন্যদিকে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদল তাদের বাধা দেয়। এরপর তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সংঘর্ষের পর পাঁচজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাব কাজ করছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট কুয়েটের সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে