ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

যুক্তরাজ্য ও আমিরাতে থাকা বসুন্ধরা এমডির সম্পদ জব্দের নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২৩:২৪:০১
যুক্তরাজ্য ও আমিরাতে থাকা বসুন্ধরা এমডির সম্পদ জব্দের নির্দেশ

ডুয়া নিউজ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

এ আদেশের তালিকায় সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং তাঁর ভাই সাফওয়ান সোবহান তাসবীরের নামও রয়েছে।

এর আগে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছিলেন আদালত। সেই সময় আদালত সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে আদেশ পাঠানোর নির্দেশও দিয়েছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে