ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ব্যাংক খাতে আস্থা ফিরছে মানুষের

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২১:১৫:৩৪
ব্যাংক খাতে আস্থা ফিরছে মানুষের

ডুয়া ডেস্ক : সাধারণ মানুষের আর্থিক খাতের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে। এর প্রভাব দেখা গেছে ব্যাংকগুলোতে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ব্যাংকে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা আমানত বেড়েছে।

এর ফলে গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে জুন মাস শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা। ডিসেম্বর মাসের শেষে এটি প্রায় ২ শতাংশ বেড়ে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা বৃদ্ধি পায়।

অন্যদিকে, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ ২ হাজার ৫৮৯ কোটি টাকা। এর মানে হল, ব্যাংকগুলো মোট আমানতের প্রায় ৯৬ শতাংশ ঋণ হিসেবে বিতরণ করেছে।

এদিকে, জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৩৪১ কোটি টাকায়।

সেই হিসাবে ৬ মাসে বাইরে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে