ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করল আইসিসি

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৯:৫৯:১৮
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করল আইসিসি

ডুয়া ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে বাংলাদেশের আতাহার আলী খানসহ এক ঝাঁক কিংবদন্তি ধারাভাষ্যকারের নাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য প্যানেলে থাকছেন বেশ কয়েকজন জনপ্রিয় ও অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব। নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ও সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্য বক্সে থাকবেন হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল, যারা তাদের বিশদ বিশ্লেষণ ও অভিজ্ঞ দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরবেন।

পুরো আসরে বিশ্লেষক হিসেবে সক্রিয় থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড, যারা তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত দিয়ে খেলাটিকে আরও উপভোগ্য করে তুলবেন।

আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এ ছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।

বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এ ছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে