ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিসিএসের নন-ক্যাডার নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসি’র

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৩:১৪
বিসিএসের নন-ক্যাডার নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসি’র

ডুয়া ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর নন-ক্যাডার নিয়োগ বিধি সংশোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। নতুন নিয়ম অনুসারে, কোনো বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে সুপারিশ না পাওয়া প্রার্থীরা পরবর্তী বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পেতে পারেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি’র পূর্ণ কমিশনের সভায় নন-ক্যাডারের বিধি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয় পিএসসি। সভা সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ৪৩তম বিসিএসের গেজেট হয়ে গেছে। তবে অনেকেই নন-ক্যাডারে সুপারিশ পাননি। তাদের ৪৪তম বিসিএসের মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে। এজন্য ননব-ক্যাডার বিধি সংশোধন করা হবে। বিধি সংশোধনের পর সবগুলো বিসিএসের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।

ওই সূত্র আরও জানায়, বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই যে নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ পাবেন বিষয়টি তা নয়। পদ ফাঁকা থাকা সাপেক্ষে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, আমরা নন-ক্যাডারদের লিস্ট তৈরি করবো। সেই লিস্ট ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। । লিস্টে যারা প্রথম দিকে থাকবেন, পদ ফাঁকা থাকা সাপেক্ষে তারা নিয়োগ সুপারিশ পাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে