ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সার্টিফিকেট তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৬:১১
সার্টিফিকেট তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক

ডুয়া ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখিকে আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা। পরে তাকে লালবাগ থানা পুলিশ নিয়ে যায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

বিকেলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি অনার্সের সার্টিফিকেট তুলতে এসেছিলেন। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

ওসি কাশৈনু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে