ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জানা গেল কোরীয় অভিনেত্রীর মৃত্যুর কারণ

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:৪৮:৪২
জানা গেল কোরীয় অভিনেত্রীর মৃত্যুর কারণ

ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। স্থানীয় সময় রবিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে প্রথমে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, কিম সে-রন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, তবে সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এর আগে রবিবার পুলিশ জানিয়েছিল, তারা ঘটনায় তদন্ত করছে, তবে তখনো মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না।

এছাড়া একাধিক গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে, কিম সে-রনের এক বন্ধু রবিবার তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেত্রীকে ফোনে না পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। এর পরেই বিকেলে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

কিম সে-রন ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’ ছবিতেও তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে