ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্কয়ার ফার্মার সোয়া ৩২ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৮:৩৮
স্কয়ার ফার্মার সোয়া ৩২ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা

ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির পরিচালক অঞ্জন চৌধুরী। ডিএসই সূত্রে এ তথ্য জানান হয়েছে।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ২১৫ টাকা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এই দামও কমবে বা বাড়বে। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ৫০ পয়সা কমেছে।

ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন অঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, কোম্পানিটির পরিচালকের শেয়ার কেনার ঘোষণার পরেও আজ বাজারে কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি। বরং এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৫০ পয়সা কমেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে