ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পলকের স্ত্রীর ১৯ ব্যাংক হিসাব ও ২৮ বিঘা জমি জব্দের আদেশ

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:২০:১৮
পলকের স্ত্রীর ১৯ ব্যাংক হিসাব ও ২৮ বিঘা জমি জব্দের আদেশ

ডুয়া নিউজ : ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ও ১৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেন আদালত।

এতে বলা হয়, আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন অথবা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য স্থাবর সম্পদ জব্দ করা এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি। মামলার সুষ্ঠু তদন্ত সম্পাদনের লক্ষ্যে আরিফা জেসমিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, “দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।”

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে