ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চবিতে গুপ্ত হামলা : অপরাধীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম

২০২৪ ডিসেম্বর ১৪ ১৫:০০:৩৪
চবিতে গুপ্ত হামলা : অপরাধীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তাদের অভিযোগ, সম্প্রতি ক্যাম্পাসে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকরভাবে কোনো ব্যবস্থা নেয়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রশাসনের আশ্বাসের পর রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গুপ্ত হামলার ঘটনা ঘটে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসবের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। বিভিন্ন কৌশলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার চেষ্টা করবো।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কাছে হামলার শিকার হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মহিবুল ইসলাম মহিব এবং নিরব আহমেদ। মুখোশধারী ৫-৬ জন তাদের পথরোধ করে হামলা চালায়। হামলার পর আহতদের চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার জন্য ইসলামি ছাত্রশিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল নিন্দা প্রকাশ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে