ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সড়ক থেকে ছিটকে ৮০০ মিটার নিচে পড়লো বাস, নিহত অন্তত ৩১

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১০:৪৮:০৮
সড়ক থেকে ছিটকে ৮০০ মিটার নিচে পড়লো বাস, নিহত অন্তত ৩১

ডুয়া ডেস্ক: বলিভিয়ায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ১৮ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়।

পুলিশের মতে, সোমবারের এই দুর্ঘটনায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উঁচু স্থান থেকে গভীর খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, পাহাড়ি পথের আঁকাবাঁকা ও বিপজ্জনক পরিস্থিতি এবং বাসের অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে