ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আলোচিত সাবেক স্বাস্থ্য সচিব গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১০:৩১:০৬
আলোচিত সাবেক স্বাস্থ্য সচিব গ্রেফতার

ডুয়া ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কতটি মামলা রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি ডিবি।

জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর সচিব পদে নিয়োগ পান। তিনি প্রশাসন ক্যাডারের ১১ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। দুদকের অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোমেনা আলম ওরফে মোমেনা বেগমের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার টিআইএন-এ (৫৮৭৩৫৬৮১২২৭৩) উল্লেখিত সম্পদের পরিমাণও তার বেতন-ভাতার চেয়ে অনেক বেশি।

জাহাঙ্গীর আলম একসময় দিনের ভোট রাতে করার অন্যতম কারিগর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ থেকে আসা এই আমলার কর্মজীবনে বিভিন্ন দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানে চাকরি করার রেকর্ড রয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

৫ আগস্ট ক্ষমতা থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর তিনি সস্ত্রীক দেশত্যাগের চেষ্টা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে