ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ০৯:৫৩:১৭
৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

ডুয়া ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় উল্টে যায়। ডেল্টা এয়ারলাইন্সের এই ফ্লাইটে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (ফেব্রুয়ারি ১৮) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে। খবর আল জাজিরার

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং সকল যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় টরন্টোতে তীব্র শীতকালীন ঝড় এবং তুষারপাত হচ্ছিল। আবহাওয়ার প্রতিকূলতাও এই দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে