ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘জেলা প্রশাসন সুপ্রিম কোর্টের আদেশ ফলো করতে বাধ্য’

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২০:১৯:২২
‘জেলা প্রশাসন সুপ্রিম কোর্টের আদেশ ফলো করতে বাধ্য’

ডুয়া ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী জেলা প্রশাসন সুপ্রিম কোর্টের আদেশ ফলো করতে বাধ্য। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টে জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিচারপতি ড. সৈয়দ রেফাত বলেন, জেলা বিচার বিভাগ এবং জেলা প্রশাসন দুটি স্তম্ভ যা কাছাকাছি অবস্থান করছে, প্রতিটির কার্যকারিতা স্বতন্ত্র কিন্তু উদ্দেশ্য অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত।

অনুষ্ঠানে জেলা প্রশাসকরা যেসব সমস্যা তুলে ধরেছেন তা সমাধান করতে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এদিন সম্মেলনে সারাদেশ থেকে আসা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জানান, সুশাসনের জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন জরুরি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে