ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; বাংলাদেশিদের জন্যও আবেদনের সুযোগ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২০:০৬:৩১
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; বাংলাদেশিদের জন্যও আবেদনের সুযোগ

ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ প্রায় সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

‘থিঙ্ক বিগ’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি প্রদানের জন্য অনুদান পাবেন। ১৯০৯ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী উদ্ভাবনী গবেষণার জন্য সুনাম রয়েছে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা:

- স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৬, ৫০০ থেকে ১৩,০০০ পাউন্ডের উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৯, ৯৪, ৫০০ থেকে ১৯, ৮৯, ০০০ টাকা (১ পাউন্ড সমান ১৫৩ টাকা ধরে)

- প্রদত্ত অর্থ শুধুমাত্র টিউশন ফি প্রদানেই ব্যবহার করা যাবে।

আবেদনের যোগ্যতা:- স্নাতক পর্যায়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।

- আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিভাগের বাইরে যেকোনো বিষয়ে স্নাতক পাঠ্যক্রমে ভর্তি হতে পারবেন।

- অন্য কোনো তহবিলের জন্য টিউশন ফি আবেদনকারী হতে পারবেন না।

- ইংরেজি দক্ষতার প্রমাণ সরবরাহ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে