ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৯:৫৬:০৩
জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় পারমিতা দত্ত ভূমি নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ এর ২য় শিফট এর পরীক্ষা চলাকালে ব্যবসায়িক শিক্ষা অনুষদ (বিবিএ) থেকে তাকে আটক করা হয়।

ভর্তি পরীক্ষার শেষ দিন দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিবিএ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় তিনি মোবাইল ব্যবহার করে উত্তরপত্র (ওএমআর) পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানিয়ে দেন। পরে, শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি পারমিতাকে প্রক্টর অফিসে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, পরীক্ষায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে কেন্দ্রে আসেন অভিযুক্ত ছাত্রী। তিনি প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে মাধ্যমে কেন্দ্রের বাইরে একজনকে পাঠান। পরবর্তীতে, পরিদর্শক তাকে মোবাইলসহ ধরেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করব।

তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায়, ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে মামলা করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে