ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৯:১১:৫০
জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ডুয়া ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ৮ মার্চ ও ১৫ মার্চে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশাসন) মো. নিয়াজুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৮ মার্চ সকাল ১০টায় ‘প্রশিক্ষক, গ্রেড-৩’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈধ মর্মে অনুমোদিত ৮ প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, এ ছাড়া আগামী ১৫ মার্চ সকাল ১০টায় ইনস্ট্রাক্টর ও ইন্সট্রাকটেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনস্ট্রাক্টর পদে ২৭ ও ইন্সট্রাকটেস পদে ৪ প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে