ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুবিতে প্রেস সচিব

‘আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত’

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:৫৮:২৩
‘আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত’

ডুয়া নিউজ : জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজে বাজে কথা লিখে। তবে আমার মনে হয় আমাদের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক-একটি চপেটাঘাত।”

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র দেখার পর প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “খুবই আনন্দের বিষয় এই যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি তারা জানান দিচ্ছি যে জুলাই আন্দোলনের ইতিহাসে যে আমাদের সবার অংশগ্রহণ আছে।”

শফিকুল আলম বলেন, “আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে মিছিলের শুরুতে মেয়েদের অবস্থান। মেয়েরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে মেয়েরা ছিল অগ্রভাগে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে