ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে আটক ৩৫ বাংলাদেশি

২০২৪ ডিসেম্বর ১৪ ১৪:২৯:০০
মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে আটক ৩৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সম্প্রতি দেশটির একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে ৩৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুরের চেরাস এলাকায় অবস্থিত এক পোশাক কারখানায় এই অভিযান শুরু হয়। গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়, যাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাকে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে আটক করা হয়েছে।

এছাড়া, আরও ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন বার্মিজ নারীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জানা যায়, এই পোশাক কারখানা গত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩-এর ধারা ৫৫বি ও ৫৫ই অনুযায়ী কোম্পানির ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা ৩৯(বি) অনুসারে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে