ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাত্তাই পাবে না পাকিস্তান, বললেন ভারতীয় নিষিদ্ধ বলার

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:৩৩:৪০
পাত্তাই পাবে না পাকিস্তান, বললেন ভারতীয় নিষিদ্ধ বলার

ডুয়া ডেস্ক : ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র হারভাজন সিং। কখনো সতীর্থকে চড় দিয়ে ১১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তো কখনো আবার অজি ক্রিকেটারের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে। বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তার এক মন্তব্যে ক্ষেপেছেন নেটিজেনরা। সেখানে তিনি বলেছেন ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে দুই বৈরি প্রতিবেশির মহারণে নাকি পাত্তাই পাবেন না মোহাম্মদ রিজওয়ানরা।

হারভাজন সিং বলছেন, ভারত আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে ওভারহাইপড, এর মধ্যে আলাদা কিছুই নেই। একবার পাকিস্তানের সেরা ব্যাটারদের দিকে চোখ রাখা যাক। বাবর আজম ওদের স্টার ব্যাটার, যা ভারতের বিরুদ্ধে গড় ৩১। যদি দলের সেরা ব্যাটার হতে হয়, তাহলে কমপক্ষে গড় ৫০-এর কাছাকাছি থাকতে হবে।

তিনি বলেন, রিজওয়ান ভালো ক্রিকেটার, কিন্তু ভারতের বিরুদ্ধে গড় ২৫। একমাত্র ওদের ফুলটাইম ওপেনার ফাখর জামানের ভারতের বিরুদ্ধে গড় ৪৬, একমাত্র ও খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, ফাহিম আশরাফের গড় ১২.৫। সৌদ শাকিলের ভারতের বিরুদ্ধে ব্যাটিং গড় মাত্র ৮। ওদের ব্যাটিং লাইন আপের দিকে তাকালে আমার তো মনে হয় ওরা লড়াইটুকুও ঠিকভাবে দিতে পারবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে