ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মোদির উপদেষ্টা বললেন, ইউএসএআইডি সবচেয়ে বড় কেলেঙ্কারি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫০:৪৯
মোদির উপদেষ্টা বললেন, ইউএসএআইডি সবচেয়ে বড় কেলেঙ্কারি

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) বাংলাদেশ ও ভারতে অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সংস্থাটি এ ঘোষণা দেয়।

ডিওজিই জানায়, যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ইউএসএইড ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার অনুদান দিত। তবে এখন থেকে এসব সহায়তা বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই ইলন মাস্ককে ডিওজিই-এর দায়িত্ব দেওয়া হয়, যার মূল লক্ষ্য ছিল মার্কিন সরকারের ‘অপ্রয়োজনীয়’ ব্যয় কমানো। এরপর থেকেই ইউএসএইডের অনুদান কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি।

তবে ইউএসএইডের এই অর্থ ভারত ও বাংলাদেশে কে পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা সঞ্জীব সানইয়াল। তিনি বলেছেন, ইউএসএইড হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি।

ভারতীয় এ উপদেষ্টা বলেন, “কে ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার পেয়েছে এবং খরচ করেছে, কে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য শক্তিশালীকরণ ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, জানতে পারলে আমি খুব খুশি হতাম।”

এদিকে ডিওইজি ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর অর্থ বরাদ্দ বাতিলের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে দেশটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি দাবি করেছে, বিদেশি শক্তিরা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।

তবে দেশটির সাবেক নির্বাচন কমিশনার এসওয়াই কুরাইশি বলেছেন, ইলন মাস্কের ডিওইজির এ দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে