ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইউএনও ফাতেমাকে বদলি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:৩৩:৫৫
ইউএনও ফাতেমাকে বদলি

ডুয়া ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের জেরে তিনি কার্যালয়ে না গিয়ে সরকারি বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে ফাতেমা খাতুনকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী প্রীতির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ইউএনও ফাতেমার বিরুদ্ধে। তার অপসারণের দাবিতে গত বুধবার বেলা ৩টায় স্থানীয় শহীদ মিনার সড়কে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়।

ওইদিন বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এতে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় থেকে বেরিয়ে বাসভবনে চলে যান ইউএনও। পরদিন বৃহস্পতিবার থেকে কার্যালয়ে না গিয়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করতে থাকেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, অনিয়ম ও দুর্নীতি করার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে