ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবি ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:০৮:৪০
ঢাবি ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব আয়োজিত ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বিএএফ শাহীন কলেজ রানার্স আপ হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়। স্কুল পর্যায়ে মোট ১৮ টি দল, কলেজ পর্যায়ে ২০ টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে গতকাল ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি সাদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সম্মাননীয় অতিথি এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, একুশে ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. শরীফুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে