ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্য উপদেষ্টার

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৫:৫৯:০০
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্য উপদেষ্টার

ডুয়া ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহবান জানিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে টোকিওতে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য গ্রুপ নেক্সি (নিপ্পন), মিটসুই, মারুবেনী, এইচএসবিসি, মিটসুবিসী হেভি ইন্ডাস্ট্রি ও জেটি প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার।

জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপান থেকে আমরা আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করি।’

এসময় জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী।’

উপদেষ্টা বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্যের পাশাপাশি জনশক্তি আমদানির জন্য প্রতিনিধিদলকে আহ্বান জানান। জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিগণ এ সময় বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখা ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেটরো প্রতিনিধি আইউজি আনদো এবং জাইকা প্রতিনিধি ইয়াসুউকি মুরাহাসি এবং জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওয়াতামি গ্রুপ এর প্রধান মিকি ওয়াটানাবে এর সাথে বৈঠক করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে