ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মোবাইল দেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখছিলেন ভর্তিচ্ছু, অতঃপর...

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৫:৫৫:৩৪
মোবাইল দেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখছিলেন ভর্তিচ্ছু, অতঃপর...

ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি। তিনি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা।

১৭ই ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পারমিতা পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে উত্তরপত্র (ওএমআর) পূরণ করছিলেন। বিষয়টি নজরে আসার পর কক্ষ পরিদর্শক তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি দোষ স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে এই মামলা করবেন।

উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষার মাধ্যমে জাবির ভর্তি পরীক্ষা শুরু হয় এবং আজ ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তা শেষ হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে