ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৫:২৯:২৩
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: আগামী ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হওয়ায় বাংলাদেশ দলের ১৫ জন সদস্যই ব্যাটিং ও বোলিং করার সুযোগ পাবেন।

বাংলাদেশ দল:

* তানজিদ হাসান তামিম* সৌম্য সরকার* নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)* মুশফিকুর রহিম* মাহমুদউল্লাহ রিয়াদ* জাকের আলী অনিক* তাওহীদ হৃদয়* মেহেদী হাসান মিরাজ* পারভেজ হোসেন ইমন* রিশাদ হোসেন* নাসুম আহমেদ* তানজিম হাসান সাকিব* মোস্তাফিজুর রহমান* নাহিদ রানা* তাসকিন আহমেদ

পাকিস্তান শাহিনস দল:

* মুহাম্মদ হারিস (অধিনায়ক)* আমের জামাল* আব্দুল সামাদ* আলী রাজা* আজান আওয়াইস* মোহাম্মদ মুসা* মোহাম্মদ ওয়াসিম জুনিয়র* মুবাসির খান* ওমাইর বিন ইউসুফ* সাহেবজাদা ফারহান* সুফিয়ান মুকিম* উসামা মীর

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে